২৭ সেপ্টেম্বর, ২০২১ ০৯:০২

প্রেমের প্রলোভনে টিকটকারদের খপ্পরে অপহৃত স্কুলছাত্রী, অতঃপর...

অনলাইন ডেস্ক

প্রেমের প্রলোভনে টিকটকারদের খপ্পরে অপহৃত স্কুলছাত্রী, অতঃপর...

প্রতীকী ছবি

একটি টিকটক চক্রের খপ্পরে পড়ে ঢাকা থেকে অপহৃত হয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রী। তাকে ময়মনসিংহের গফরগাঁও থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এ ঘটনায় অপহরণকারী চক্রের সদস্য রায়হানকে (২২) গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহের গফরগাঁও অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ অধিনায়ক মোহাম্মদ মোজাম্মেল হক জানান, গত ১২ সেপ্টেম্বর ঢাকার কাফরুলের বাসা থেকে অষ্টম শ্রেণির ওই ছাত্রী বের হলে টিকটক চক্রের সদস্যরা তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়।

মোজাম্মেল হক বলেন, ‘অপহরণকারীরা একটি টিকটক গ্রুপের সদস্য। এদের মধ্যে গ্রেফতার রায়হান, পলাতক রবিন ও খোকন ঢাকার নর্দা এলাকার আজিজ সড়কে অবস্থান করছে। রায়হান একটি বেসরকারি কোম্পানির গাড়ি চালাতো। অনুসন্ধানে জানা যায় খোকন অন্য একটি বেসরকারি কোম্পানিতে কাজ করে। রবিন নর্দায় একটি সেলুনে কাজ করে। এই টিকটক গ্রুপের আরও বেশ কয়েকজন সদস্যের নাম পাওয়া যায়। এই গ্রুপের দুই সদস্য মধ্যপ্রাচ্য প্রবাসী বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা স্কুলপড়ুয়া উঠতি বয়সী মেয়েদের প্রেমের প্রলোভন দেখিয়ে বিপথে পরিচালিত করতো। 

নিখোঁজ হওয়ার দিন অপহৃত ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়। রায়হান বিভিন্ন প্রলোভনে তাকে নর্দার আজিজ রোডের একটি বাসায় আটকে রাখে। পরে মেয়েটির পরিবার পুলিশের শরণাপন্ন হয়েছে জানতে পেরে কৌশলে তাকে ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঠিয়ে দেয় রায়হান। রায়হানকে জিজ্ঞাসাবাদের পর পুলিশে সোপর্দ করা হবে বলে জানায় র‌্যাব।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর