জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী রেজিস্ট্রি অফিসে অস্থায়ীভাবে কর্মরত বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মসহ সকল নকলনবিশদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
আজ শনিবার সকাল ১০ টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নকলনবিসদের চাকরি জাতীয়করণসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ নকলনবিশ এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি তাছিফুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম রবিউল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার, মহিলা বিষয়ক সম্পাদক তাজমুন নাহার ছন্দাসহ প্রমুখ নেতৃবৃন্দ।
নকলনবীশদের পক্ষে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে যে ৬ দফা দাবি জানানো হয় তা হলো- বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মসহ সকল নকলনবিশদের চাকুরী জাতীয়করণ করতে হবে, রেজিস্ট্রি অফিসে জনগণের হয়রানি বন্ধে একটি মনিটরিং সেল গঠন করতে হবে, নকলনবিশদের বদলী ও পদোন্নতির ক্ষেত্রে এনলিস্টেড তালিকা অনুসরণ করতে হবে এবং জাতীয়করণের পূর্বে কোন নিয়োগ প্রদান করা যাবে না, প্রেষণে বদলীকৃত ২ বছরের বেশি সময়ে কর্মরত নকলনবিশদের প্রেষণ বাতিল করতে হবে। নকলনবিশদের ঐক্য ধ্বংসের সকল ষড়যন্ত্র বন্ধ করে তাদের দাবি আদায়ের একমাত্র নিবন্ধিত সংগঠন যাহার রেজি: নং- বি-১৭৪৬, সভাপতি: রফিকুল ইসলাম ব্যতীত একই রেজিস্ট্রেশন নম্বরে দাবিকৃত সকল অবৈধ সংগঠনের কার্যক্রম স্থগিত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে ও রেজিস্ট্রি অফিসে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের সাথে জড়িত কর্মকর্তা ও কর্মচারীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত