১৭ অক্টোবর, ২০২১ ১৯:৩৯

নারায়ণগঞ্জে ইঁদুর নিধন কর্মসূচির উদ্বোধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ইঁদুর নিধন কর্মসূচির উদ্বোধন

ইঁদুর নিধন অভিযান কর্মসূচির উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। তবে এ কর্মসূচির উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে কোনো ইঁদুর নিধন করা হয়নি।

‌'জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি একসাথে' এই শ্লোগানকে সামনে রেখে ২০২১ সালের ইঁদুর নিধন কর্মসূচি রবিবার সকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মলন কক্ষে উদ্বোধন করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ অনুষ্ঠানে বলেন, কৃষি নির্ভর বাংলাদেশের কৃষিকে ইঁদুর সৃষ্ট বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার জন্য ১৯৮৩ সাল থেকে পালিত হয়ে আসছে জাতীয় ইঁদুর নিধন অভিযান। এবছর ১১ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত পালিত হবে "জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১।"

তিনি আরও বলেন, "কৃষিনির্ভর বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক ইঁদুরের উপস্থিতি নিশ্চিত করে বাড়তি ইঁদুর নিধনে সকলকে এগিয়ে আসতে হবে"।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর