ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে নৌ পরিবহনে। ইতিমধ্যে বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে লঞ্চের কর্মচারীদের সাথে যাত্রীদের বাদানুবাদও হচ্ছে।
লঞ্চ কর্মচারীরা জানান, অতিরিক্ত ভাড়া আদায় না করলে তাদের জ্বালানি ব্যয় উঠবে না। আবার বেশি ভাড়া আদায় করতে গেলে যাত্রীরাও মানতে চায় না। তারা জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানিয়েছেন।
লঞ্চ মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নিজাম মৃধা জানান, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে আগামীকাল লঞ্চ মালিকদের সভা ডাকা হয়েছে। এর আগেই যেন সরকার লঞ্চের ভাড়া বৃদ্ধি করে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ