১ ডিসেম্বর, ২০২১ ০৮:২২

সমস্যায় ডুবছে ঢাকার দুই সিটি

নাগরিক সুবিধার বালাই নেই, ময়লা-আবর্জনা, মশা সমস্যা লেগেই আছে

নিজস্ব প্রতিবেদক

সমস্যায় ডুবছে ঢাকার দুই সিটি

রাজধানীর বাসিন্দাদের সমস্যার শেষ নেই। ঢাকার দুই সিটি করপোরেশনও সমস্যায় ডুবেছে। নাগরিক সুবিধার বালাই নেই। উল্টো ময়লা-আবর্জনা, মশা, রাস্তা খোঁড়াখুঁড়ি এরকম বহু সমস্যায় জর্জরিত ঢাকা জঞ্জালের শহরে পরিণত হয়েছে। বায়ুদূষণ ও পরিবেশ বিপর্যয়ের আন্তর্জাতিক স্বীকৃতিও আছে এই শহরের। অপরিকল্পিত নগরায়ণ, ঝুঁকিপূর্ণ ভবন-রাস্তা, নদীদূষণ পরিবেশের বিপর্যয়ে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। তার ওপর রয়েছে রাস্তার যানজট, ময়লা-আবর্জনার দুর্গন্ধময় রাস্তাঘাট, নগরজুড়ে রাস্তার খোঁড়াখুঁড়ি, উন্নয়নের ধকল, জলাবদ্ধতা, যানবাহন সংকট, রিকশার রাজত্ব, অনিয়ম, দখল, গ্যাস স্বল্পতায় টিমটিম চুলা, পানির জন্য হাহাকার। বিপরীতে নেই খেলার মাঠ, হাঁটাচলার স্থান, বিনোদনের পার্ক।

ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক দিনে মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এখনো ঢাকায় প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন ৮০ থেকে ৯০ জন। এরই মধ্যে কিউলেক্স মশার প্রাদুর্ভাব শুরু হয়েছে। গতবার কিউলেক্স মশার প্রজনন মৌসুমে স্বাভাবিকের চেয়ে চারগুণ বেশি মশা জন্মেছিল। অক্টোবর ও নভেম্বরে বৃষ্টিপাত হওয়ায় এবার ঢাকায় কিউলেক্স মশার উপদ্রব বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে ঢাকাবাসী বাসাবাড়ি-কর্মস্থান কোথাও কিউলেক্স মশার উপদ্রব থেকে নিস্তার পাচ্ছেন না। কয়েল জ্বালিয়ে, ওষুধ স্প্রে করেও মশার হাত থেকে নিস্তার মিলছে না। কিউলেক্স মশা নিয়ন্ত্রণে জলাশয়, নর্দমা ও আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি লার্ভা নিধন গুরুত্বপূর্ণ। ঢাকার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে কার্যক্রম জোরালোভাবে চালানো হচ্ছে দাবি করলেও ভুক্তভোগীরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, সিটি করপোরেশনের কাজ লোকদেখানো। জানা যায়, নানা কাজের খোঁড়াখুঁড়িতে দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে ঢাকার বেশির ভাগ গুরুত্বপূর্ণ সড়ক। উন্নয়ন কাজের নামে সারা বছর ধরে চলতে থাকা খোঁড়াখুঁড়িতে অনেক সড়কের অবস্থা একেবারে নাজুক। কোথাও বিদ্যুৎ লাইন, স্যুয়ারেজ লাইন আবার কোথাও ওয়াসার পানির লাইন সংস্কারে চলছে এসব খোঁড়াখুঁড়ি। এ ছাড়া চলছে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ। ফলে রোদ থাকলে ধুলা আর বৃষ্টি হলেই কাদা। সময়ে সময়ে হয় জলাবদ্ধতা। অন্যদিকে ঢাকাবাসীকে আতঙ্কিত করে তুলেছে বায়ুদূষণ। বায়ুদূষণের মাত্রা প্রতিনিয়ত বাড়ছে। বায়ুমান সংস্থা আইকিউ এয়ারের তথ্যমতে, ঢাকার বাতাস এখন অস্বাস্থ্যকর। অবস্থা এমন যে শিশু, বৃদ্ধ ও শ্বাস-প্রশ্বাসজনিত রোগে ভোগা ব্যক্তিদের বাসার বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন, ধুলা, পুরনো যানবাহনের আধিক্য ও এসবের কালো ধোঁয়া, শহরের আশপাশের শিল্প-কলকারখানার দূষণ, শহরের ভিতরে যে ময়লা-আবর্জনা জমে সেগুলো পোড়ানোর ধোঁয়া- এসব বিষয়ও দেখার যেন কেউ নেই।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর