খুলনা জেলা ও মহানগর বিএনপি’র আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে খুলনা মহানগরে অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং জেলায় আমির এজাজ খানকে আহ্বায়ক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শফিকুল আলম মনা জেলা বিএনপি’র সভাপতি ও আমির এজাজ খান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ছিলেন।
এদিকে ঘোষিত খুলনা মহানগর কমিটিতে তরিকুল ইসলাম জহিরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া খুলনা জেলা বিএনপি’র কমিটিতে আবু হোসেন বাবুকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর