রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৬১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ছয়টা থেকে বুধবার (১৯ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মাদক সেবন ও কেনাবেচার অভিযোগে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে যেসব মাদক উদ্ধার করা হয়েছে তার মধ্যে রয়েছে ৯৫৮৮ পিস ইয়াবাবড়ি, ১৩৫ গ্রাম হেরোইন, ২৪৫ বোতল ফেনসিডিল, ৪ কেজি ৬১৫ গ্রাম গাঁজা, ১০ লিটার দেশি মদ। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪৭টি মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন- সালাহ উদ্দীন