বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, এ সরকারের অধীনে আর কোন নির্বাচনে যাবে না বিএনপি। নতুন নির্বাচন কমিশনার (সিইসি) সুন্দর কথা বলে বিএনপির মন গলাবার চেষ্টা করছেন। হুদা কমিশনও প্রথম দুই দিন জিয়াউর রহমানের সুনাম করে বিএনপিকে উৎসাহিত করার চেষ্টা করেছে। কিন্তু আপনাদের কেউ আর বিশ্বাস করে না।
তিনি বলেন, সব ভেদাভেদ ভুলে রাজপথের আন্দোলনের জন্য বিএনপি নেতাকর্মীদের সোচ্চার হতে হবে। হাসিনা সরকারকে বিদায় দিতে হবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। এর সবকিছুই নির্ভর করছে আপনাদের একতা ও আন্দোলন-সংগ্রামের ওপর। ঐক্যবদ্ধ হয়ে এদের কালো হাত ভেঙ্গে দিতে না পারলে বাংলাদেশের কোন প্রজন্ম আর রাজনীতি করতে পারবে না।
বুধবার চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির প্রতিবাদে খুলনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, আজকের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তাদের কিছু আসে যায় না। ওয়ার্ড কমিটির নেতার কাছে হাজার কোটি টাকা আছে। বারো বছর লুট করতে করতে বাংলাদেশের ভাণ্ডার সব আওয়ামী লীগের ঘরে।
তিনি বলেন, কয়েক লাখ নেতাকর্মীর নামে মামলা। তাদের দিন কাটে আদালতের বারান্দায়। মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাবন্দী করেছে। তারেক রহমানকে দেশে ফেরার পথ রুদ্ধ করেছে। এতো অত্যাচার নির্যাতন তবু একজন কর্মীও বিএনপি ত্যাগ করেনি। আগামীতে আর কোন কর্মসূচি গলির ভেতরে হবে না ঘোষণা দিয়ে তিনি বলেন, এরপর অনুমতি ছাড়াই বড় ময়দানে কর্মসূচি পালন করবে বিএনপি। তিনি রাজপথে এসে শক্তি পরীক্ষার জন্য শাসক দলের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান। নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। জেলা কমিটির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, সাহারুজ্জামান মোর্ত্তজা, শফিকুল আলম তুহিন, তারিকুল ইসলাম জহির, আবু হোসেন বাবু, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু।
বিডি প্রতিদিন/আবু জাফর