ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বরিশালে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। জেলা প্রশাসন এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক নাট্যব্যক্তিত্ব ম. হামিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন ও মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস ও জেলা কালচারাল অফিসার হাসানুর রশিদ মাকসুদসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে অতিথিরা ৭ মার্চের ভাষণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
অনুষ্ঠান শেষে তিনি বান্দ রোডের পাশে প্রায় পরিত্যক্ত দেড়শ বছরের পুরনো পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। এ সময় পাবলিক লাইব্রেরি আধুনিকায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। বিকেলে বিভাগীয় পিঠা উৎসবে যোগদানের কথা রয়েছে প্রতিমন্ত্রীর।
বিডি প্রতিদিন/এমআই