রাজধানীর শাহবাগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণঅধিকার পরিষদের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে তিন জন আহত হয়েছেন। শুক্রবার (৪ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন লোকমান (২৮), ইমরান (২৬) ও শাহরিয়ার (২৮)।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শাহবাগ থেকে আহত অবস্থায় তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দিয়েছেন চিকিৎসক।
বিডি প্রতিদিন/হিমেল