রাজধানীর পল্লবী ও ভাটারা থানা এলাকায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে দুই কিশোর আহত হয়েছেন। শুক্রবার (৪ মার্চ) দিবাগত রাতে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
পল্লবীতে আহত হওয়া কিশোরের নাম হৃদয় (১৮)। অন্যদিকে ভাটারায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন শিহাব (১৬)। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, পল্লবী ও ভাটারা থেকে ছুরিকাঘাতে আহত হওয়া দুই কিশোরকে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। আমরা সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানিয়েছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ