রাজধানীর শাহবাগ মোড়ে এক কলেজছাত্রীকে প্রকাশ্যে জাপটে ধরার চেষ্টার অভিযোগে যুবককে পুলিশে দিয়েছেন জনতা। আজ শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম সাদ্দাম হোসেন (৩২)। তিনি বর্তমানে শাহাবাগ থানায় রয়েছেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার সংবাদমাধ্যমকে জানান, শাহবাগ মোড়ে ফুলের দোকানের সামনে দিয়ে কলেজপড়ুয়া এক তরুণী হেঁটে যাচ্ছিলেন। তখন সাদ্দাম নামে এক যুবক তাকে পেছন থেকে জাপটে ধরার চেষ্টা করেন। ওই ছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন সাদ্দামকে ধরে ফেলেন। পরে তাকে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করা হয়।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাদ্দাম নেশাগ্রস্ত। তার মানসিক সমস্যাও থাকতে পারে। ভুক্তভোগী ছাত্রী এ ঘটনায় মামলা করবেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ