জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘরের সামনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতি জেলা সভাপতি কেএম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার জেলার সাবেক নেতৃবৃন্দ, দলীয় এমপিদের নিয়ে পুষ্পস্তবর্ক অর্পণ করেন।
এসময় নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটি নিরবতা পালন করেন। পরে জাতির পিতাসহ ১৫ আগস্ট ঘাতকের হাতে নিহত সব শহীদ, মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
পরে দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সব শহীদ ও ৩ নভেম্বর জেলখানায় নির্মমভাবে হত্যার শিকার জাতীয় তিন নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এছাড়াও বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের কবরে পৃথক পৃথক শ্রদ্ধা জানানো হয় এবং দোয়া ও মোনাজাত করা হয়।
পৃথক পৃথকভাবে শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসিমের পুত্র স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সিরাজগঞ্জ-১ আসনের এমপি তানভির শাকিল জয়, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সিরাজগঞ্জ-৬ আসনের এমপি মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাহ মুন্না, সিরাজগঞ্জ-৩ আসনের এমপি অধ্যাপক ডা. আবদুল আজিজ, সিরাজগঞ্জ-৫ আসনের এমপি মোমিন মন্ডল, সাবেক এমপি ও শাহজাদুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন, কৃষক লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুইট, যুব মহিলা লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন খান রিমি, জেলা যুবলীগের সাবেক সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক একেএম মনিরুল ইসলাম বিপুল, সাবেক ছাত্রনেতা ফিরোজ আল আমিন, বিপুল কুমার সিংহ, নাজমুল হুদা মিঠু, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্য রফিকুল ইসলাম রনি, ফারুকুজ্জামান, যুবলীগের কেন্দ্রীয় সদস্য আসাদ উল্লাহ তুষার, বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ফিরোজ ভূঁইয়া, সাবেক আইন বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ লিটন, সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রজব আলী সরকার, সাবেক শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ চৌধুরী পিয়ার, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, সাবেক উপ দপ্তর সম্পাদক এস এম আহসান হাবীব এহসান, কাজীপুর পৌর মেয়র আবদুল হান্নান, যুব মহিলা লীগ নেত্রী ইলোরা প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ