বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেছেন, এই সরকার খালেদা জিয়াকে ভয় পায়। এ কারণে মিথ্যা মামলায় তাকে আটকে রেখেছে। তাদের লুটপাটের কারণে আজ দেশে দ্রব্যমূল্যের বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় বরিশাল কোতোয়ালী বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের সাহেবেরহাট কলবাড়ি মাঠে আয়োজিত সমাবেশে বিলকিস জাহান শিরিন আরও বলেন, এই দখলদার সরকার হটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কোতোয়ালী শাখা বিএনপির সভাপতি এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমান নান্টু। এছাড়াও স্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/আবু জাফর