রাজধানী ঢাকার ভাটারার একটি ভাঙারির দোকানে আগুন লেগেছে। আজ রবিবার দুপুর ১টার দিকে আগুন লাগে।
সংবাদমাধ্যমকে ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভাটারার বাশেরটেক বালুর মাঠ নয়ানগর এলাকায় সড়কের পাশে এক দোকানে আগুন লেগেছে। আগুন নেভানোর চেষ্টা চলছে। দোকানের ভেতর থেকে সবাই বের হয়েছেন। হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ