রংপুরসহ আশপাশের এলাকায় শীতের বিদায় ঘণ্টা বাজিয়ে প্রতিদিনই রাতে এবং দিনের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বসন্তেই জানান দিচ্ছে গ্রীষ্মের আগমনী বার্তা। গত ২২ ফেব্রুয়ারি থেকে স্থান ভেদে তাপমাত্রা বেড়েছে ৬ ডিগ্রী সেলসিয়াস। সর্বত্রই এখন গরমের আমেজ বিরাজ করছে।
রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২২ ফেব্রুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। এরপর থেকে প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে। রবিবার সর্বোচ্চ ৩০ দশমিক ৬ ডিগ্রী এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।
আবহাওয়া অফিসের তথ্য মতে, এখন থেকে প্রতিদিন তাপমাত্রা বাড়বে। গত দুই সপ্তাহে এ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রী এবং সর্বনিম্ন ৩ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস বেড়েছে। প্রকৃতিতে গ্রীষ্মের আবহ বিরাজ করায় অনেকে ফ্যান-এসি ব্যবহার করতে শুরু করেছেন। মোট কথা এ অঞ্চলের মানুষ শীতের রেশ কাটিয়ে গরম মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করেছেন।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ কামরুল হাসান বলেন, এখন প্রতিদিনই তাপমাত্রা বাড়বে।
বিডি প্রতিদিন/আবু জাফর