হাট ইজারা দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র সোহরাব হোসেন বিশ্বাসকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। বুধবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি এ মামলায় দোষী সাব্যস্ত করে নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাসসহ ১১ জনকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছে যশোর স্পেশাল জজ আদালত। বর্তমানে তিনি ওই মামলায় জামিনে আছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন-২০০০ এর ১০ নম্বর ধারার (১)(গ) উপ-ধারাতে উল্লেখ রয়েছে, চেয়ারম্যান বা কোনো সদস্য তার নিজ পদ থেকে অপসারণযোগ্য হবেন, যদি তিনি দুর্নীতি বা অসদাচরণ বা নৈতিক স্থলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে আদালত থেকে দণ্ডপ্রাপ্ত হন।
বিডি প্রতিদিন/এমআই