৫০ শতাংশ মহার্ঘ ভাতাসহ পাঁচদফা আদায়ে গণকর্মচারীদের নিয়ে সচিবালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে পাঁচদফা দাবি আদায়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
নোমানুজ্জান আল আজাদ বলেন, আমাদের দাবি ১০ ধাপে বেতন নির্ধারণসহ নবম বেতন কমিশন গঠন, সচিবালয়ের মতো পদবি পরিবর্তন, টাইমস্কেল সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন পুনর্বহাল, মূল বেতনের ২০ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান এবং পেনশন গ্রাচুইটির হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ।
তিনি বলেন, পাঁচদফা কর্মচারীদের প্রাণের দাবি। অবিলম্বে এই দাবি পূরণ করা না হলে সারাদেশের গণকর্মচারীদের নিয়ে সচিবালয় ঘেরাও করে দাবি আদায় করা হবে। একই দাবিতে আজ দেশের জেলায় জেলায় জেলা প্রশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় বলেও জানান তিনি।
পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মোহাম্মদ রনির পরিচালনায় এসময় আরও বক্তব্য রাখেন সৈয়দ সারোয়ার হোসেন, বদরুল আলম সবুজ, কুতুব উদ্দীন সেলিম, এম এ আউয়াল, নাজমা আকতার, এনামুল হক মজুমদার, মো. মানিক মিয়া, মো. শাহ আলম, মো. নজরুল ইসলাম, আব্দুল আহাদ শিপন, আবুল হোসেন, মোহাম্মদ আলী, আমির হোসেন ও মো. ইউসুফ আলী।
বিডি-প্রতিদিন/শফিক