সাদা কাগজে নামে মাত্র বাগেরহাটের নেমপ্লেটসহ একটি মোটরসাইকেল ঢাকার রাজপথে বেপরোয়া ভাবে চালানোর অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরা ১ নম্বর সেক্টর বিমানবন্দর সড়কে ‘বাগেরহাট হ-১২-৮১৩৪’ প্লেট বিহীন সাদা কাগজের উপর লেখা নম্বরের এই মোটরসাইকেলটি চলতে দেখা যায়।
জানা গেছে, মোটরসাইকেলটি রাজধানী ঢাকায় বেপরোয়া ভাবে চললেও পুলিশ কিছু বলে না। অভিযোগ রয়েছে, বেআইনিভাবে চলা এই মোটরসাইকেলটি আশে-পাশের গাড়িতে ধাক্কা দিয়ে আতঙ্ক তৈরি করে এবং গাড়ির মালিকদের সঙ্গে খারাপ ব্যবহার করে। তবে পুলিশ এই মোটরসাইকেল আটক করলেও অজ্ঞাত কারণে ছেড়ে দেয়।