খুলনায় দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন সৈয়দ আলিফ রোহান নামের এক তরুণ। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি নিহত হন। নিহত আলিফ ঢালিউড অভিনেত্রী শাহনূরের খালাতো ভাই বলে জানা গেছে।
ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে চিত্রনায়িকা শাহনূর লিখেছেন, ‘সৈয়দ আলিফ রোহান, আমার খালাতো ভাই। আজ দুপুরে কে বা কারা তাকে কলেজ থেকে ছুরিকাঘাত করে মেরে ফেলেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার হত্যার সঠিক বিচার চাই।’
তিনি আরও জানান, তার ভাই আলিফ খুলনা ফুলতলার এমএম কলেজের অনার্সের ছাত্র ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক