রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা মামলার একমাত্র আসামি ইফতেখার ফারদিন দিহানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন নিহত স্কুলছাত্রীর বাবা। আজ বৃহস্পতিবার ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াতের আদালতে সাক্ষ্যে ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এ সময় কাঠগড়ায় দাঁড়ানো আসামি দিহানকে শনাক্ত করে তার সর্বোচ্চ শাস্তি দাবিও করেন।
আজ বৃহস্পতিবার ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াতের আদালতে তিনি সাক্ষ্য দেন। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি এই মামলায় একমাত্র আসামি দিহানের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। এ মামলার মোট সাক্ষী ৫৫ জন। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২১ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এদিন কারাগারে থাকা দিহানকে আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, ২০২১ সালের ৭ জানুয়ারি মাস্টারমাইন্ড স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী আনুশকাকে ফুসলিয়ে নিজ বাসায় ডেকে এনে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে তারই প্রেমিক দিহানের বিরুদ্ধে। সন্ধ্যায় ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যান অভিযুক্ত ও তার বন্ধুরা। পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৭ জানুয়ারি দিনগত রাতে নিহত আনুশকার বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/শফিক