রাজশাহীর বাগমারায় মারপিট করে অর্থ ছিনতাই ও চাঁদা দাবির মামলায় ৭৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত এক শিক্ষকের পর এবার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাবেক ইউপি চেয়ারম্যানের নাম সরদার জান মোহাম্মদ (৫০)। তাকে গ্রেফতারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এই খুশিতে তারা মিষ্টি বিতরণ করেছেন।
জানা গেছে, জান মোহাম্মদ বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। গত নির্বাচনে তিনি নৌকা প্রতীকে নির্বাচন করে পরাজিত হন। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন আউচপাড়া ইউনিয়নের বিভিন্ন মোড়ে ও বাজারে মিষ্টি বিতরণ করেন।
স্থানীয়দের দাবি, জান মোহাম্মদ এলাকায় ত্রাস হিসেবে পরিচিত ছিলেন। সাধারণ লোকজন ছাড়াও দলের অনেকেই তার নির্যাতনের শিকার হয়েছেন। এ কারণে গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেয়েও তিনি পরাজিত হয়েছেন।
এদিকে, জান মোহাম্মদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ বলেন, মামলার এজাহার নামীয় প্রধান আসামি হিসেবে জান মোহাম্মদকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়ের পর তিনি এলাকা থেকে পালিয়ে রাজশাহী শহরে এসে আত্মগোপন করেছিলেন। জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় বুধবার ২টার দিকে নগরীর হেতেমখাঁ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক