বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ডে নতুন কমিটি গঠনের লক্ষ্যে ধারাবাহিক সভা শুরু করেছে বিএনপি। এর আগে সকল ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছিল। কমিটি বিলুপ্ত করার পর বৃহস্পতিবার রাতে প্রথমবারের মতো নগরীর ১৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতাকর্মীদের সাথে সভা করেন মহানগর কমিটির নেতারা। নগরীর ব্রাউন্ড কম্পাউন্ডে বিএনপি নেতা সরফুদ্দিন আহমেদ সান্টুর বাসভবন চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
১৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান রতনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপি’র সদস্য সচিব মীর জাহিদুল কবির।
বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, শাহ আমিনুল ইসলাম আমিন, মাকসুদুর রহমান মাকসুদ, সদস্য সাইফুল আহসান আজিম এবং মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান প্রমুখ। সভায় স্থানীয় নেতাকর্মীরা ওয়ার্ড বিএনপি’র বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
সভার বিষয়ে মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, নগরীর সকল ওয়ার্ডে দলীয় কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে নতুন করে কমিটি করা হচ্ছে। এ লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিক সভার আয়োজন করা হচ্ছে। এরপর সুবিধাজনক সময়ে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।
বিডি প্রতিদিন/এমআই