পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বরিশালে র্যালি অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মহানগর এবং জেলা মুছলিহীনের ব্যানারে শুক্রবার জুমার নামাজের পর নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে এই র্যালি বের হয়। সংগঠনের মহানগর সভাপতি ও মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুনের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের মুসুল্লীরা র্যালাতে অংশ নেয়।
র্যালির আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা গাজী মো. শহীদুল ইসলাম, কেন্দ্রিয় প্রচার সম্পাদক মাওলানা ড. আবু বকর ছিদ্দিক, খানকায়ে মুছলিহীনের পরিচালক মাওলানা মো. মহিউদ্দিন রব্বানী। বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য সকলের প্রতি আহবান জানান।
বিডি প্রতিদিন/এএ