মাইশা মমতাজ মীম বাবা মায়ের বড় মেয়ে। মেধাবী ছাত্রী মীম তার বাবা নুর মোহাম্মদ মামুনের প্রতিষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। এরপর ভর্তি হন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি ইংরেজী বিভাগে ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
ঢাকার নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী শুক্রবার সকালে ঢাকার খিলক্ষেত এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। পরে নিহতের খবর এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। তার শিক্ষক, সহপাঠী, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসী ছুটে আসেন তাদের গ্রামের বাড়িতে। বিকেলে তার মরদেহ গ্রামের বাড়ি মৌচাকে আসার পর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তাকে এক নজর দেখার জন্য মৌচাক আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার শতশত মানুষ ছুটে আসেন।
স্কুলের শিক্ষক আবুল কালাম বলেন, মাইশা মমতাজ মীম অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। দুই বোনের মধ্যে মীম বড়। তার ছোট বোন রৌদোসী মমতাজ মৌ উত্তরা রাজউক কলেজে এইচএসসিতে লেখা পড়া করেন। ছেলে মেয়েদের লেখাপড়ার কারণে তার বাবা-মা সন্তানদের নিয়ে উত্তরায় বসবাস করেন। তাদের মা অছিমা বেগম গৃহিণী।
তিনি আরও জানান, মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য সব রকম ত্যাগ স্বীকার করতেন তাদের বাবা-মা। শুক্রবার রাতে জানাজা শেষে বাড়ির পাশে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই