রাজধানীর খিলক্ষেত উড়ালসড়কে দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘটনায় এক কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার পরে চট্টগ্রাম থেকে ওই কাভার্ডভ্যান চালক ও তার এক সহকারীকে (কাভার্ডভ্যানে যাদের মালামাল ছিল, তাদের পক্ষের লোক) আটক করে পুলিশ।
শুক্রবার রাত ১১টার দিকে বাংলাদেশ প্রতিদিনকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখায়রুল ইসলাম। তিনি বলেন, আজ রাতে চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যানের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। তাদের ঢাকায় আনা হচ্ছে।
আটক চালকের নাম সাইদুল এবং সহকারীর নাম মশিউর। এর আগে আজ সকালে ৯৯৯–এ ফোন পেয়ে রাজধানীর খিলক্ষেত উড়ালসড়ক থেকে মাইশা মমতাজ নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। মাইশা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানিয়েছিল, আজ সকাল সাড়ে ৭টায় একজন পথচারী মিমকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তিনি তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর