বরিশালের হিজলা উপজেলার দেবুয়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ ২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। উপজেলা মৎস্য অফিস এবং নৌ-পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। জব্দকৃত জালের অবৈধ বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আটককৃতরা হলো- ওই এলাকার জামাল বেপারী ও তার ছেলে ইয়াসিন বেপারী।
হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে দেবুয়া এলাকার একটি বন্ধ দোকন ও বসত ঘরে অভিযান চালিয়ে ১৭টি বস্তায় ভরা দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এর সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় জামাল বেপারী ও ইয়াসিন বেপারীকে।
পরে আটক ২ জনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বকুল চন্দ্র কবিরাজ অভিযুক্ত জামাল বেপারীকে ৫০ হাজার টাকা এবং ইয়াসিন বেপারীকে ২০ হাজার জরিমানা করেন। একই সাথে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্ত্বরে পুড়িয়ে ফেলা হয় বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ