শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের ফের সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক শিক্ষক নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে। পঞ্চম বারের মত এই ট্রাস্টে সদস্য সচিব নির্বাচিত হলেন তিনি।
তিন বছরের জন্য অনুমোদন পাওয়া ট্রাস্টের চেয়ারম্যান থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব। এছাড়াও ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন