বিএনপির ভাইস-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে হাসপাতালে ভর্তির পর তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শায়রুল কবির খান।
উল্লেখ্য, ৭২ বছর বয়সী এ রাজনীতিবিদ দীর্ঘদিন যাবত অসুস্থ আছেন। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র থাকাকালীন সময়ে ২০১৫ সালে তিনি গ্রেফতার হন। পরবর্তীতে ২০১৭ সালে আদালত থেকে জামিনে মুক্তি পান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন