ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেয়রের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেছেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার গণমাধ্যমকে জানান, রাজধানীর নিউমার্কেটে সহিংসতার ঘটনায় মেয়রকে নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর এবং শান্তি শৃঙ্খলা পরিপন্থি তথ্য ছড়িয়ে উসকানি দেওয়া হয়েছে, এমন অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শেখ ফজলে নূর তাপসের সহকারী মনিরুল ইসলাম অজ্ঞাতপরিচয় ফেসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত