ঢাকার কলাবাগানের সেই তেঁতুলতলা’র মাঠে ঈদের নামাজ পড়েছেন স্থানীয়রা। আজ সকাল ৮টায় এই খেলার মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতকে কেন্দ্র করে মাঠে টাঙানো হয় সামিয়ানা, আর বাঁশ দিয়ে নির্মাণ করা হয় অবকাঠামো।
আগে কখনো এখানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কি না জানতে চাইলে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ সাহা সাংবাদিকদের বলেন, আগে এখানে জামাত হত কি না, তা আমার জানা নেই এবং শুনিনি।
চলতি বছরের ৩১ জানুয়ারি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় কলাবাগান থানার ভবন নির্মাণের জন্য খেলার মাঠটি ডিএমপির কাছে হস্তান্তর করে। কয়েক মাস ধরে শিশুদের স্বার্থে এটিকে মাঠ রাখার দাবি জানিয়ে বিক্ষোভ করে আসছিলেন স্থানীয়রা।
১ বিঘা ক্ষেত্রফলের সরকারি জমি তেঁতুলতলা মাঠে স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলার পাশাপাশি এলাকার নানা সামাজিক অনুষ্ঠান হয়ে আসছিল। সম্প্রতি ওই মাঠটিতে কলাবাগান থানা নির্মাণের উদ্যোগ নেয়া হলে উদীচীর কর্মী সৈয়দা রত্নার নেতৃত্বে আন্দোলন গড়ে ওঠে। সেখানে অবকাঠামো নির্মাণ শুরুর পর গত ২৪ এপ্রিল পুলিশ রত্না ও তার ছেলেকে আটক করে। এরপর ক্ষোভ-বিক্ষোভ দেখা দেয় এলাকাবাসী ও পরিবেশবাদীদের মধ্যে। পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়। এরপর প্রধানমন্ত্রী সেখানে থানা ভবন না তোলার নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/হিমেল