রাজধানী ঢাকার হাতিরঝিলে একটি বাসার জানালার গ্রিল কেটে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ১০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হাতিরঝিল থানা পুলিশের একটি দল।
মঙ্গলবার দিবাগত রাতে বাসাটিতে এই চুরির ঘটনা ঘটে। বুধবার সকালে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর বলেন, আজ সকালে হাতিরঝিল থানাধীন মহানগর প্রজেক্টের একটি বাসায় চুরি অভিযোগ পাই আমরা। বাসাটি থেকে স্বর্ণালঙ্কারসহ দামি মালামাল চুরি করে নেওয়া হয়েছে বলে অভিযোগে বলা হয়। আমরা মাত্র বাসাটিতে এসেছি, অভিযোগের সব তথ্য যাচাই করে দেখছি।
বাসাটির একটি শয়নকক্ষে এই চুরির ঘটনা ঘটেছে। তবে অন্য রুমে বাসার মালিকের বাবা ছিলেন বলে আমরা শুনেছি। এসব তথ্য এখনো নিশ্চিত করা যায়নি। আমরা কেবলমাত্র এসেছি। বিস্তারিত তথ্য নিশ্চিত হয়ে পরে বলা যাবে।
বিডি প্রতিদিন/আরাফাত