নারায়ণগঞ্জে পুলিশের ভয়ে পুকুরে লাফ দেওয়ার ৪ দিন পর বাবু নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে নিখোঁজের চারদিন পর পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
এ ঘটনায় অভিযুক্ত বন্দর ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রওশন ফেরদৌসকে ক্লোজড করা হয়েছে।
জানা যায়, স্থানীয় হাসিনা নামে এক নারীর অভিযোগে পুলিশ বাবুকে ধরতে যায়। বাবুর বিরুদ্ধে মহিলার কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ ছিল হাসিনার। পরে পুলিশকে দেখে এক তলা ছাদ থেকে লাফ দেয় বাবু।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, আমরা বাবু নামে একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছি। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। যে বাড়িতে হামলা হয়েছিল সেখান থেকে দুজনকে আটক করে আনা হয়েছে। অভিযোগের উপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর