খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় রাজশাহী বিভাগের কৃষির অবদানে বারটানের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্।
উল্লেখ্য, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর আয়োজিত সেমিনারে খাদ্য নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারে বারটানের প্রধান কার্যালয়ের পরিচালক খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
বারটানের আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল মজিদের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পুষ্টি ইউনিটের সাবেক পরিচালক ড. মনিরুল ইসলাম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, বারটানের র্যাপোটিয়ান বৈজ্ঞানিক কর্মকর্তা মোরসালীন জেবীন তুরিন, চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোখলেছুর রহমান, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক শামছুল ওয়াদুদ, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইলিয়াস হোসেন, যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক হাসিনা মমতাজ, বোয়ালিয়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের মেট্রোপলিটন কৃষি অফিসার ফাহমিদা নাহার, চারঘাট মৎস্য অধিদফতরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ মোল্লাহ, পবা উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম সহ রাজশাহী বিভাগের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ