বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এক লাফে ৩০.৭৬ ভাগ করোনা শনাক্ত হয়েছে। সবশেষ মঙ্গলবার ১৩ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়। এর আগে গত সোমবার ১৬ জনের নমুনা পরীক্ষায় ১ জনের এবং গত রবিবার রবিবার ১১ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহের পর মধ্য জুনে ফের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হতে শুরু করেছে।
এদিকে, মেডিকেলের করোনা ওয়ার্ডে বর্তমানে একজন নারী রোগী চিকিৎসাধীন রয়েছে। গত রবিবার নানা উপসর্গ নিয়ে ওই রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়। পিসিআর ল্যাবের পরীক্ষায় তার করোনা নেগেটিভ হলেও এক্স-রে এবং সিটি স্ক্যান রিপোর্টে তার করোনা পজেটিভ সন্দেহ করছেন ওই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. মাসুম আহমেদ। এর আগে করোনা ওয়ার্ডে সবশেষ এপ্রিলের প্রথম সপ্তাহে একজন রোগী চিকিৎসাধীন ছিলো।
হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, ২০২০ সালের ১৭ মার্চ করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত সেখানে ৭ হাজার ৬শ’ ৭৩ রোগী ভর্তি হয়। এর মধ্যে ৬ হাজার ১শ’ ৯৭ জন চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১ হাজার ৪শ’ ৭৫ জনের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ