নোয়াখালীতে নিরাপদ অভিবাসন ও রেমিটেন্স ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় নোয়াখালী জেলা প্রশাসক হল রুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমীনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার অধিদপ্তরের উপ পরিচালক মো. আবু ইউসুফ, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যৈতি খিষা, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ম্যানেজার নাজিবা আক্তার, সাংবাদিক আকবর হোসেন সোহাগ, সাংবাদিক আবু নাছের মঞ্জু, সিনিয়র তথ্য অফিসার আবদুল আল মামুন প্রমুখ।
বক্তারা দালাল পরিহার করে সঠিক ভাবে বিদেশ যাওয়ার আহ্বান জানান। নিয়মিত পথে বিদেশ যাত্রা জীবনের ঝুঁকি কমাবে, দালালদের খপ্পরে পড়লে মানবেতর জীবনযাপন করতে হবে। জেলা প্রশাসক হল রুমে নোয়াখালী এআইওএম বাংলাদেশ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে বাস্তবায়ন প্রত্যাশা প্রকল্পের অধীনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল