৫ জুলাই, ২০২২ ১৬:৩৫

বরিশালে অটোরিক্সা শ্রমিকদের সমাবেশ, স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে অটোরিক্সা শ্রমিকদের সমাবেশ, স্মারকলিপি প্রদান

বরিশালে ব্যাটারি চালিত মোটরযান রেজিস্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা এবং সংগ্রাম পরিষদ ঘোষিত ৬ দফা দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ জেলা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সংগ্রাম কমিটির সংগঠক আব্দুল মানিক হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রিয় সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন, রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, গোলাম রসুল, শহিদুল ইসলাম ও মহসীন মীর প্রমুখ। 

সমাবেশে বক্তারা প্রস্তাবিত থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২১ অতিদ্রুত কার্যকর করা, ব্যাটারি চালিত ইজিবাইক ও রিক্সার দ্রুত নিবন্ধন, রুট পারমিট লাইসেন্স প্রদান সহ অন্যান্য দাবি পূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। 

সমাবেশ শেষে মিছিল সহকারে জেলা প্রশাসনে গিয়ে দাবি সংবলিত স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর