৫ জুলাই, ২০২২ ১৯:০০

নিখোঁজ নেতাকর্মীদের প্রতীক্ষায় তাদের পরিবার : আমিনুল

নিজস্ব প্রতিবেদক

নিখোঁজ নেতাকর্মীদের প্রতীক্ষায় তাদের পরিবার : আমিনুল

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব সাবেক ফুটবলার আমিনুল হক বলেন, প্রত্যেকটি পরিবার এখনো অপেক্ষার প্রহর গুনছেন তাদের নিখোঁজ প্রিয় মানুষটির জন্য। তারা তাদের স্বজনদের ফিরে পেতে চোখের পানি ফেলছেন। কবে তাদের বাবা, ভাই, ছেলে কিংবা স্বামীকে কাছে পাবেন সেই আর্তনাদ নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্লবী এলাকায় বিভিন্নভাবে নিখোঁজ নেতাকর্মী স্বজনদের পরিবারের প্রতি সহমর্মিতায় তাদের বাসভবনে এসে আর্থিক সহায়তা শেষে এসব কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঈদুল আজহা উপলক্ষে বিগত দিনে পল্লবী এলাকায় নিখোঁজ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম এবং ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলামের পরিবারের পাশে দাঁড়ান জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। 

তিনি আরও বলেন, বিএনপিসহ সকলবিরোধী দল দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করছে। এই ফ্যাসিবাদ সরকারকে হটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার সংগ্রাম করছে। অবিলম্বে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তবেই দেশে শান্তি ফিরে আসবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মাহাবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপি নেতা মো. মোতালেব হোসেন হাওলাদার, গোলাম কিবরিয়া, রূপনগর থানা বিএনপি নেতা এম আশরাফুল ইসলাম, থানার সাবেক সাধারণ সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. মজিবুল হক, ২ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি এস এম গোলাম মোস্তফা মাস্টার, সাধারণ সম্পাদক আলী আকবর মামুন, ২ নম্বর ওয়ার্ড বিএনপি'র সাবেক আহ্বায়ক মো. আহসান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মিয়া, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক আশরাফ গাজীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।  

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর