১৩ আগস্ট, ২০২২ ১৯:০১

নিরাপদ সড়কের দাবিতে গাজীপুরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

নিরাপদ সড়কের দাবিতে গাজীপুরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

নিরাপদ সড়কের দাবিতে গাজীপুরে মহাসড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভের এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় শনিবার বেলা সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান করে বিক্ষোভ করে তারা। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

এসময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস ফর আল আমিন আপন, ফুটওবার ব্রিজ চাই, ‘বাঁচার মতো বাঁচতে চাই নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’সহ নানা মুখী স্লোগান দিতে থাকে। 

বিক্ষোভকালে ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী উপস্থিত ছিল। এসময় মহাসড়ক অবরোধ ছাড়া কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্থানীয় চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক তাদের দাবি যোক্তিক বলে প্রাথমিকভাবে শান্ত্বনা দিয়ে আগামী আইন-শৃঙ্খলা মিটিংয়ে উপস্থাপন করে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিয়ে স্কুলে পাঠিয়ে দেয়। এসময় সদর সার্কেল ও ওসি জয়দেবপুর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/১৩ আগস্ট, ২০২২/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর