নিরাপদ সড়কের দাবিতে গাজীপুরে মহাসড়কে বিক্ষোভ করেছে ভবানীপুর উচ্চবিদ্যালয়ের কয়েক’শ শিক্ষার্থী। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ করে তারা।
বিক্ষোভের একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে যানজটের সৃষ্টি হয়। তবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস ফর আল আমিন আপন, ফুটওবার ব্রিজ চাই, ‘বাঁচার মতো বাঁচতে চাই, নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ সহ নানা স্লোগান দিতে থাকে।
পরে স্থানীয় চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক তাদের দাবি যৌক্তিক বলে স্বীকার করেন। তিনি প্রাথমিকভাবে সান্ত্বনা দেন যে, আগামী আইনশৃঙ্খলা মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করে তা নিষ্পত্তি করা হবে। এই আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা স্কুলে ফিরে যায়। এ জয়দেবপুর থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ