এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে গণপিটুনি দেয়া হয়েছে। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করেছে। ৫৮নং পশ্চিম বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার (১৩ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম দুলাল। তিনি বিদ্যালয়টির সহকারী শিক্ষক।
এ বিষয়ে ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহেরুবা বেগম বলেন, অভিযুক্ত শিক্ষক এক শিক্ষার্থীর সাথে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছেন। তাই স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়েছেন। গণপিটুনির সেই ভিডিও ইতমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
এ বিষয়ে বন্দর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে আটক করা হয়েছে। তাকে গণধোলাই থেকে উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল