সাভারের গেণ্ডা বাসস্ট্যান্ড এলাকায় গাড়িচাপায় মো. বাছিদ (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বাছিদ শরীয়তপুর জেলার সুচিগঞ্জ থানার আব্দুর রশিদের ছেলে।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আজিজুল হক জানান, রাতে ঢাকাগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাছিদের। পরে মোটরসাইকেলটিসহ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/১৩ আগস্ট, ২০২২/আরাফাত