রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ এলাকা থেকে সাবিনা ইয়াসমিন (৪৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের স্বামীর নাম মোফাজ্জল হোসেন। তিনি একজন শিক্ষক। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানা এলাকায়।
রবিবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি মানসিকভাবে অসুস্থ ছিলেন। রি সমস্যার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। বিষয়টি আমরা আরও গভীরভাবে তদন্ত করছি। ময়নাতদন্ত শেষে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ