১৫ আগস্ট, ২০২২ ২৩:৫২

উত্তরায় ক্রেন দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

অনলাইন ডেস্ক

উত্তরায় ক্রেন দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

রাজধানীর উত্তরায় দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারের ওপর থেকে গার্ডারটি সরানো হয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

সোমবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। তিনি বলেন, ক্রেন দুর্ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (আরবান ট্রান্সপোর্ট অনুবিভাগ) নীলিমা আখতারকে প্রধান করা হয়েছে। তদন্ত কমিটিকে একদিনের মধ্যে প্রাথমিক ও দু’দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে, সোমবার বিকেল সোয়া ৪টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রুবেল (৫০), ঝরণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। নিহত অন্য ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। আহত দু’জন হলেন হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর