১৬ আগস্ট, ২০২২ ১৯:৫০
বিক্ষোভ সমাবেশে বক্তারা

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করুন

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করুন

জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যথায় ঈমানের সাথে সক্রিয় আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী এ সরকারকে বিদায় করতে হবে বলেও জানান তারা। 

আজ দুপুরে দুর্নীতি, রিজার্ভ সংকট, বিদ্যুৎ বিভ্রাট, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও অস্বাভাবিক হারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি এ সমাবেশের আয়োজন করে। 

বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি, ঢাকা মহানগর কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক এস এম তাজুল ইসলামের পরিচালনায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্ববায়ক শওকত মাহমুদ, বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ, বিএফইউজে মহাসচিব নুরুল আমিন রোকন, সহ-সভাপতি রাশেদুল ইসলাম, বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি চেয়ারম্যান জাকির হোসেন, জাগপা সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি কালাম ফয়েজী, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আজিজা সুলতানা, সিপিআর’র সভাপতি কাজী কবির হোসেন টিটু, ইঞ্জিনিয়ার কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
    
প্রধান অতিথির বক্তব্যে শওকত মাহমুদ বলেন, আজ জনগণের ঐক্য দরকার। ঈমানি শপথ নিতে হবে, আমাদের ঈমান ঠিক আছে, কিন্তু নিস্ক্রিয় ঈমান দিয়ে এই সরকারের পতন ঘটানো যাবে না। এই সরকারের পতন ঘটাতে হলে সক্রিয় ঈমান নিয়ে মাঠে নামতে হবে। এখনই সরকারের খারাপ সময়, তাই আসুন এই মুহূর্তে ফ্যাসিবাদী সরকারের বিদায় ঘটাতে হলে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর