বেতন, বোনাসসহ কয়েকটি দাবিতে সাভারে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। কর্মবিরতি দিয়ে সোমবার সকালে সাভারের হেমায়েতপুর এলাকায় প্রায় হাজার শ্রমিক কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেন।
এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে সিংগাইর-হেমায়েতপুর সড়কে অবস্থান নেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জাহানারা নামে কারখানার এক শ্রমিক বলেন, ‘গত ২ মাসের বেতন আমরা এখনো পাইনি। এ ছাড়া বোনাসের টাকা, ছুটি, টিফিন বিলের টাকা প্রায়ই দেরিতে পরিশোধ করে কর্তৃপক্ষ। আমাদের দাবি যেন কর্তৃপক্ষ এসব বিল সময়মতো পরিশোধ করে। এই দাবিতে আমরা বিক্ষোভ করে সড়ক বন্ধ করে দিয়েছি।’
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ‘কারখানাটিতে আনুমানিক ১ হাজার শ্রমিক রয়েছে। তারা গত ও চলতি মাসের বেতন এখনো পাননি। তাই সকালে কারখানায় এসে তারা কর্মবিরতি পালন করেন। পরে বিকাল ৩টার দিকে বিক্ষোভ শুরু করেন।
সাভারে শিল্প পুলিশের উপপরিদর্শক মো. রাসেল বলেন- বেতন, বোনাস, ছুটির টাকা, টিফিন বিলের জন্য সকাল থেকে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। কারখানা কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। আজকে দিনের মধ্যে গত মাসের বেতন তারা পরিশোধ করে দেবেন। বাকি দাবিগুলো সময় নিয়ে সমাধান করা হবে বলে জানিয়েছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ