রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, রাত ৮টার দিকে রেললাইনের ওই স্থানে দুই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে ঘটনাস্থল থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ সময় গুরুতর আহত অজ্ঞাতপরিচয় (৩৫) ব্যক্তির পা নাড়াচাড়া করছিল। পরে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং গণমাধ্যমকে বলেন, রাতে বিমানবন্দরগামী একটি ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি। তাদের মধ্যে একজনকে কুর্মিটোলা হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেক জনকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
বিডি-প্রতিদিন/শফিক