রংপুরের কাউনিয়া উপজেলায় সারের দাম বেশি রাখা, ক্যাশ মেমো ব্যাবহার না করা ও ভুয়া ক্যাশ মেমো কাটার অভিযোগে দুই সার ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা তারিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে তাদের জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার গাজীরহাট বাজারের মো. মজিবর রহমানকে (বিএডিসি সার ডিলার) ২০ হাজার ও মেসার্স বনিক সমবায় সমিতিকে (বিসিআইসি সার ডিলার হলদিবাড়ী) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শাহনাজ পারভীন সাথী জানান, বর্তমান বাজারে সার নিয়ে যে কারসাজি হচ্ছে তা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে। অনেক প্রতিষ্ঠান মালিককে সর্তক করা হচ্ছে, যারা মানবেন না তাদের জেল জরিমানা গুনতে হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর