রাজধানীর পূর্ব জুরাইনে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) সকালে কদমতলী থানাধীন পূর্ব জুরাইন আশরাফ মাস্টার স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টার দিকে মারিয়া আক্তারকে (৭) মৃত ঘোষণা করেন কতর্ব্যরত চিকিৎসক। এ ঘটনায় আহত অপরজন ফাইজা সরকার (৭)।
আহত ফাইজার মা আফসানা সরকার জানান, সকালে তিনি তার বাচ্চাকে নিয়ে স্থানীয় মাদরাসায় যাচ্ছিলেন। পথে মারিয়াও তাদের সঙ্গে মিলে স্কুলে যাচ্ছিল। দুই বাচ্চার হাত ধরে আশরাফ মাস্টার স্কুলের সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশা এসে তাদের চাপা দেয়। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বাঁচানো যায়নি মারিয়াকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মারিয়ার মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত ফাইজারের হাত ও মুখ এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।
বিডি প্রতিদিন/হিমেল