চাকরি স্থায়ীকরণের দাবিতে টানা ১০০ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মৎস্য অধিদপ্তরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের ৫১২ কর্মচারী। চাকরি স্থায়ীকরণ করে ৫১২ জন কর্মচারীর জীবন বাঁচাতে প্রধানমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এসব কর্মচারী। অন্যান্য দিনের মতো শনিবার সমাবেশে সাইদুর রহমান জসিম উদ্দিন, সাইদুর রহমান, সুমন হোসেন, রকিবুজ্জামান, সুমন সরকার, দেবরাজ, মনোয়ারা, রিমা।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির মধ্যে যেখানে চাকরিজীবীরাই জীবন চালাইতে হিমশিম খাচ্ছে সেখানে ৫১২ জন কর্মচারী গত ৩০ জুন চাকরি হারিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাওয়ায় অনেকে অর্থের অভাবে চিকিৎসা চালাতে পারছে না। কর্মসূচির একশত তম দিনে কর্মচারীদের দ্রুত দপ্তরে যুক্ত করে দপ্তরের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানান।
বিডি প্রতিদিন/আরাফাত